কক্সবাজারে অনুষ্ঠিত আন্তর্জাতিক এশিয়ান ভলিবল কনফেডারেশন কন্টিনেন্টাল বীচ ভলিবলে রোববার (১০ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার অনুষ্ঠিত খেলায় স্বাগতিক বাংলাদেশকে ২-০ সেটে পরাজিত করে ভারত সেমিফাইনালে উঠেছে।
খেলার পরিচালনায় শ্রীলংকা ও ইরানের রেফারিদের সাথে থাকা বাংলাদেশী রেফারিদের মধ্যে কক্সবাজারের একমাত্র মনোনীত রেফারি মহেশখালীর সন্তান আমিনুল হক জানান, ভারত বাংলাদেশকে ২-০ সেটে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে।
রেফারি আমিনুল হক বলেন, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের আয়োজনে কক্সবাজার ডিভাইন সংলগ্ন সমুদ্র সৈকতে ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু এশিয়ান ভলিবল কনফেডারেশন কন্টিনেন্টাল কাপ ও কাবা ইন্টারন্যাশনাল বীচ ভলিবল।
টুর্ণামেন্টের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি এবং এশিয়ান ভলিবল কনফেডারেশন প্রশাসন বোর্ডের সদস্য মোঃ আতিকুল ইসলাম। এ টুর্ণামেন্টে স্বাগতিক বাংলাদেশ সহ বিদেশী ৯ টি দেশ অংশ নিচ্ছে।
অপর খেলায় ইরান ২-০ সেটে কাজাকাস্তানকে পরাজিত করে। আজ সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে সেমি ফাইনাল এবং বিকালে ফাইনাল অনুষ্ঠিত হবে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক এশিয়ান বীচ ভলিবল : ভারতের কাছে বাংলাদেশের পরাজয়
কক্সবাজারে অনুষ্ঠিত আন্তর্জাতিক এশিয়ান ভলিবল কনফেডারেশন কন্টিনেন্টাল বীচ ভলিবলে রোববার (১০ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার অনুষ্ঠিত খেলায় স্বাগতিক বাংলাদেশকে ২-০ সেটে পরাজিত করে ভারত সেমিফাইনালে উঠেছে।
খেলার পরিচালনায় শ্রীলংকা ও ইরানের রেফারিদের সাথে থাকা বাংলাদেশী রেফারিদের মধ্যে কক্সবাজারের একমাত্র মনোনীত রেফারি মহেশখালীর সন্তান আমিনুল হক জানান, ভারত বাংলাদেশকে ২-০ সেটে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে।
রেফারি আমিনুল হক বলেন, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের আয়োজনে কক্সবাজার ডিভাইন সংলগ্ন সমুদ্র সৈকতে ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু এশিয়ান ভলিবল কনফেডারেশন কন্টিনেন্টাল কাপ ও কাবা ইন্টারন্যাশনাল বীচ ভলিবল।
টুর্ণামেন্টের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি এবং এশিয়ান ভলিবল কনফেডারেশন প্রশাসন বোর্ডের সদস্য মোঃ আতিকুল ইসলাম। এ টুর্ণামেন্টে স্বাগতিক বাংলাদেশ সহ বিদেশী ৯ টি দেশ অংশ নিচ্ছে।
অপর খেলায় ইরান ২-০ সেটে কাজাকাস্তানকে পরাজিত করে। আজ সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে সেমি ফাইনাল এবং বিকালে ফাইনাল অনুষ্ঠিত হবে।
উপদেষ্টামন্ডলী
সম্পাদক ও প্রকাশক
হাসনাত রাব্বি শরীফ
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান |
প্রধান কার্যালয়
তারা কমপ্লেক্স, ময়মনসিংহ রোড, মধুপুর, টাঙ্গাইল-১৯৯৬
মোবাইল
০১৭১৫-৬২৬-৪৫০, ০১৯৭৫-৬২৬-৪৫০,
ই-মেইল
rabbi.sharif@yahoo.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 22, 2023, 11:57 pm